প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষার্থীদের সুশিক্ষার শিক্ষিত করার লক্ষ্যে 1993 খ্রিস্টাব্দ থেকে বাজিতপুর টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বীরতারা ইউনিয়নের বাজিতপুর গ্রামে বাজিতপুর আমির হোসেন উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। অত্র অঞ্চলে ব্যবসা বানিজ্য এবং কৃষি কাজের উপযোগী বিধায় বিভিন্ন অঞ্চল হতে লোকজন এসে এখানে বসতি স্থাপন করে, ফলে গড়ে উঠে বিশাল জনবসতি। কিন্তু উত্তর-দক্ষিণ ও পুর্ব-পশ্চিমে দীর্ঘ চার-পাঁচ মাইলের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। ঐ সময় অত্র এলাকার মরহুম মৌলভী মোহাম্মদ আমির হোসেন এর ব্যক্তিগত উদ্যোগে ১৯৯৩ ইং সনে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন বাজিতপুর গ্রামটি ছিল অজপাড়া গাঁ এবং শিক্ষার আলো হতে বঞ্চিত। দীর্ঘ ৩০ বৎসর দূর্গম পথ পাড়ি দিয়ে ২০২২ ইং সনে স্কুলটি নিম্ন মাধ্যমিক হতে মাধ্যমিক স্তর হিসেবে এম.পি.ও (M.P.O) ভুক্ত হয়। শুরু হয়েছিল একটি ছোট্ট জুনিয়র স্কুল হিসেবে, পরবর্তী বছরগুলোতে পর্যায়ক্রমে অধিকার, স্বীকৃতি ও সরকারি অর্থায়নের আওতায় আসে। মরহুম হাজী আমির হোসেনের ওয়ারিশ গণের উদ্যোগে বর্তমানে শিক্ষা, সংস্কৃতি, এবং সাহিত্যের আলোকে আমরা সবুজ বাংলাদেশের শিক্ষা সম্প্রদানে গর্বিত। আমরা শিক্ষার প্রস্তুতি করছি একটি আদর্শ সমাজ গড়তে, যেখানে শিক্ষার্থীরা ন্যায্য মূল্যমান, সমর্থন, এবং সম্মান অর্জন করতে পারে।.....

বিস্তারিত

Our Teacher